মাছটা উ‌ল্টে খে‌তে পা‌রেনা
এমন বাবুর বাবু,
ডু‌বে ডু‌বে ডু‌বে পাহাড়, শুক্ না  
তবু খাই হাবু ডুবু।
কবর দে‌খেও টা‌স্কি‌তে এক
বে‌হেস্তিভাব জা‌গে,
সবাই আকা‌শে তারা হ‌তে চায়,
তারাও বো‌রিং লা‌গে।