"সখী তু‌মি কার?"
এমন প্র‌শ্নে
কি হ‌বে তোমার জবাব ?
ক্ষ‌তিগ্রস্ত,
অভাজ‌নে হোক,
এক জনমের সদ্ভাব।
য‌দি ম‌নে ক‌রো,  
হিন্দী সি‌নেমা,
কোমর দু‌লি‌য়ে নাচ‌বে,
নকশা সে কথা,
ব‌লে না, চাই‌লে,
নিপী‌ড়িত কেউ বাঁচ‌বে।
মনে রে‌খো,
তু‌মি নেতা নও, খু‌শি,
সবাই কখ‌নো হ‌বে না,
প্র‌লোভন পা‌বে,
নকশা বল‌ছে,
ভু‌লেও সে পাপ ছোঁ‌বে না।
ধ‌র্মের কল,
নড়ুক বাতা‌সে,
যা কিছু সত্য, টে‌কে,
ম‌নে রে‌খো, দেশ,
শত আশা নি‌য়ে
তা‌কি‌য়ে তোমার দি‌কে।