ব‌ন্যেরা থাক্ বন-বাদা‌ড়ে
‌শিশুরা মা‌য়ের কো‌লে,
সুস্থ মানুষ পাগল হ‌লে
কাপড়-‌চোপড় খো‌লে।
ময়রা নি‌জের মি‌ষ্টি খায়না
রাধুনী নি‌জের রান্না,
রাজনী‌তি‌তে শেষ কথা নাই
কুমী‌রের নাই কান্না।
‌মিথ্যার কোন মা-বাপ নাই
সত্য টাল-মাটাল,
সু‌খের আয়ু বড়ই অল্প
দুঃখ দীর্ঘকাল।