ছায়াহীন দে‌শে শীতল ছায়া‌তে
গর‌মে স্বর্গ জা‌গে,
খু‌স্কির জে‌রে গোসল না হ‌লে
পাগল পাগল লা‌গে।
দাঁ‌তের আঁ‌তে খুব জো‌রে ঘা,
কষ্ট য‌দি বা বুঝ‌তে,
কন্ ক‌নে শী‌তে পাগল হ‌য়ে‌ছি
কানঢাকা টু‌পি খুঁজ‌তে।
মর‌ণের প‌রে এ জাতীয় জ্বালা
ব‌লো তো কোথায় পাই,
ঐ‌হিক সব কষ্ট জানায়,
বেঁ‌চে আছি, ম‌রি নাই।