‌দেশটা স্বাধীন,রাজা-প্রজা নাই  
ভূত চ‌লে পা‌ছে পা‌ছে
জ‌মিদারী রাগ উঠ‌লে প‌রে,
আমার খবর আ‌ছে।
দূর দূর ক‌রে চ‌লে যে‌তে কয়,
মাথা গু‌জে প‌ড়ে রই,
কর্তাবাবুর কষাঘাত সব
‌পে‌টে খে‌য়ে পি‌ঠে সই।
অত্যাচা‌রের করাল গ্রা‌সের
‌চিহ্ন গাঁ‌থে ডে‌বে,
জাহান্না‌মেও স্বর্গ গ‌ড়ি
‌তোমার কথা ভে‌বে।
দশটা বাবুর কষ্ট কবুল
হাস‌বো জনমভর,
এক পশলা বৃ‌ষ্টি যেন
অ‌নেক  রো‌দের পর।