‌বোতা‌মের সু‌তো দাঁত দি‌য়ে কা‌টে,
‌বেটার হাফ আমার,
পাকা চুল আর কপা‌লের ভাঁজ
জনম শত্রু তার।
‌পি‌ঠে হাত রে‌খে হাতটা বুলাই
গভীর ঘু‌মের ফাঁ‌কে,
পূর্ণ সমর্থ‌ণে নীরব
নাকটা তখন ডা‌কে।
একটা ফোস্কা, দুইটা ‌ফোস্কা
তিনটা গুন‌তে থা‌কি,
আমার হা‌তের কড়া ধ‌রে না‌ড়ে,
‌গোনাগু‌নি রয় বাকী।
আমা‌দের হ‌য়ে আমা‌দের সব
আমা‌দের কথা কয়,
রা‌শি রা‌শি কথা আমা‌দের রা‌তে
আকা‌শের তারা হয়।