লিখবার তাড়া, নি‌য়ে ব‌সে আ‌ছি,
কিভা‌বে লিখ‌বো জা‌নিনা,
একটা লাইনও লিখ‌তে পা‌রি‌নি,
কারণ, ঘ‌টে যা মানিনা।
যা কিছু চাই‌নি, ঘট‌লো সেটাই,
চুপচাপ শো‌কে দে‌খি তা,
লিখে যে‌তো কেউ, "সকল দু‌খের
প্রদীপ" জ্বা‌লি‌য়ে ক‌বিতা।
আশার বাণী শোনাতো, জা‌নিনা,
নি‌জে সে, কি কথা শুন‌তো,
জগ‌তের সব ব্যথা বু‌কে নি‌য়ে
স্ব‌প্নের জাল বুন‌তো।
অকাল প্রয়া‌ণে স্তব্ধ, ব্যাকুল,
দি‌শেহারা, এ‌লো‌মে‌লো,
" থাক‌বো না, তবু থাক‌বো" লি‌খে‌ছো,  
ঠিক ঠিক তাই হ‌লো।
চ‌লে গে‌ছো তু‌মি, এখন তোমা‌কে
আ‌রো বে‌শি ভা‌লোবাস‌বো,
খেয়াপা‌ড়ে আ‌ছি তোমার মতই,
দে‌খে নিও, চ‌লে আস‌বো।
  


উৎসর্গ : সম্মা‌নিত ক‌বি অ‌চিন্ত্য সরকার (পাষাণ‌ভেদী)