দরজার নীচে পত্রিকা পাবে,কলিংবেল তা বলছে
কলঘর থেকে ঠাস ঠাস মানে আড়ং ধোলাই চলছে।
সাড়ে আটটায় রওনা মানে ছটফট করে মনটা
রাস্তার জ্যাম তিরিশ মিনিট,লেট হয় আধা ঘন্টা।
বিনাকারণে বকা খাই মানে এই ঝড় নীচে নামছে
শীতকাল,তবু কর্তার রাগে কেরানী বেচারা ঘামছে।
রান্নাঘরের লবডংকাও অমৃতসম ঠেকলে
“বড়ো প্রেম শুধু কাছেই”টানে,খাবার টেবিল দেখলে।
“বন্যেরা বনে শিশুরা মাতৃ”,হাম-তুম এক কামরা
কাঁঠালের পাতা ছাগল খাবে,কাঁঠাল খাবো আমরা।