মন্ত্রীসভার মধ্যমণি,মজবুত তার আসন
একযুগ ধরে মিথ্যার জোরে হয়েছে আস্থাভাজন।
মিথ্যা প্রচারে শত্রুরা হতো বিস্মিত,হতবুদ্ধ,
রণকৌশলে মিথ্যাশিল্প জেতাতো অনেক যুদ্ধ।
মিথ্যাকথার জন্মদাতা গোয়েবলস্ নয় জানি
মিথ্যার গুরু,ধ্যান-জ্ঞাণ সব গোয়েবলস্-কেই মানি।
মহামারী আজ সত্যকথার, মিথ্যা-মহোৎসবে
শর্ট-কাট মেরে বাঁচবে না কেউ বুঝবে তোমরা কবে?
একা একা নয়,যাবার সময়,সস্ত্রীক তারা মরে,
ছয় সন্তান হত্যার পর আত্মহত্যা করে।