লাঠির গুতোয়
তটস্থ প্রায়
গলায় শেকল
খেলছে খাসা
একটা বানর
হাততালি দেয়
ডিগবাজি খায়
দ্যাখ তামাশা ।
বাঁধ-ভাঙ্গা ঢল্
সাপ খেলাতে
সব সাপুড়ের
পোয়া বারো
দাঁত-ভাঙ্গা সাপ
তুলছে ফণা
নিঃশ্বাসে ঝড়
বাড়ছে আরো ।
হাতের চাবুক
খিস্তি-খেউড়
দুটোই চলে
সমান তালে
চোখের পানি
চোখেই শুকায়
শনির দশা
ঘোড়ার পালে ।
বনের পাখি
খাঁচার ভেতর
অনন্যোপায়
বন্দী জীবন
কিচির মিচির
করছে টানা
আকাশ দ্যাখে
অশান্ত মন ।
দুখের ভিটায়
সুখের বসত
হাসির আড়ে
কান্না যত
একটা হাসির
জন্ম মানেই
আরেকটা প্রাণ
ওষ্ঠাগত ।