ইতিহাস বলে আলেয়া নায়িকা,
সূর্পনখা নয়,
হেরে গেলো,তবু ট্র্যাজেডীর গুণে,
সিরাজ অক্ষয়।
এতো প্রেম তবু গলে নাই মন,
নাক কেটে দেয় উল্টো
“ভালোবেসে সব জয় করা যায়”
এমন ধারণা পাল্টো।
লক্ষণ কাটে সূর্প-র নাক,
রাবণ পাল্টা লয়,
সীতাহরণের পরম্পরায়
রামের লংকা জয়।
দুই যোগ দুই চার হতে হবে
ইতিহাস তা কি কয়?
কখনো বাঁকানো,কখনো সরল,
ইতিহাস কারো নয়।