ঝড়ের পরে
তত্ত্ব-তালাশ
সবটুকু নেই
অল্প খোয়া
ভিতর-বাহির
আজ দু’রকম
মুড়ির টিনে
চিড়ার মোয়া ।
টিনের চালে
টাপুর-টুপুর
চাতক পাখির
চক্ষু-চড়ক
অপেক্ষা আজ
বিষের মতো
অক্সিজেনে
সুখের মড়ক ।
কল্পনাতে
জনম্ জুড়ে
ফরমায়েশের
মিলন মেলা
দুঃখ কেবল
জীবনটা নয়
বায়োস্কোপের
পুতুল খেলা ।
হতচ্ছাড়া
আকাংখা-রা
অনেকখানি
অপাঙতেয়
একশো বছর
অপেক্ষাতে-
একটা দুপুর
আমায় দিও ।