বেদনানাশক কোন
বটিকার পশ্চাতে
নির্ঘাৎ আছে কোন
বেদনার ইতিহাস
রূপচর্চার ভারে
কুৎসিত চাপা পড়ে
আস্তরণের আড়ে
সুন্দর পরিহাস ।
নিদ্রাবটিকা মানে
ক্রমাগত চলমান
নির্ঘুম রজনীকে
আপাততঃ বয়কট
সুন্দর গন্ধের
অবলম্বন মানে
চাপা পড়ে গন্ধেরা
প্রকারে যা উৎকট ।
দ্রুতগামী যান মানে
পায়ে হাঁটা দিন শেষ
কম্পিউটার চলে
অপটিমা চলে না
তিন ঘণ্টার ছবি
দেড় ঘণ্টায় শেষ
মুঠো ফোণে কথা চলে
“চিঠি দিও” বলে না ।
পরিবর্তনগুলো
প্রমাণিত করে চলে
পরিবর্তন ছাড়া
বসবাস বিষময়
সমান ও বিপরীত
প্রতিক্রিয়ার মাঝে
প্রলেপের সংসারে
সব ভালো ভালো নয় ।