হতবাক হবে নাকি
যদি কোনদিন দ্যাখো
অবাধ্য হয়ে ওঠা
কোন অধীনস্থ
যারে তুমি রেখেছিলে
প্রলেতারিয়ান করে
গৃহপালিতের মতো
ভীত-সন্ত্রস্ত ।
রাশি রাশি জ্ঞাণপাপী
ছায়া দিয়ে ঢেকে রাখে
ঘন কালো আঁধারেতে
আলোকিত সত্য
‘সমতা’র ধোঁয়া তুলে
এন্তার প্রহসনে
চলে কতো লীলাখেলা
কথ্য, অকথ্য ।
‘প্রতারক’ পরিচয়ে
যদি শেষ-নিঃশ্বাস
ত্যাগ করো তবে কেন
এতো সাজ-সজ্জা
“আমিও তোমার মতো”
কোনদিন শোনো যদি
ভয় পেও বক্তাকে
আর পেও লজ্জা ।