প্রশ্নের পর প্রশ্ন করেছি,
উত্তর আমি পাই নাই
ঘর-দেহ-মনে,নিভৃত কোণে
ভালবেসে কোন ঠাঁই নাই।
থিতু-ভিতু হয়ে থাকাটাই পাপ,
শ্যাওলা বসেছে জেঁকে
মোটা মোটা দাগে কষ্ট পেয়েছি
সুখের বসত থেকে।
সস্তার ভোগে ইন্দ্রিয়-সুখে
অধরা যখন ধরেছি
শ্যাওলা-থিতুর পিচ্ছিল ভূমে
বাঁচার আগেই মরেছি।