কাল রাত তিনটায় সাতবার ভালবাসি
শুনেছিল ঘড়ি,চাঁদ,তারা,রাত
    সাদা-কালো চরাচরে রংখেলা করেছিল    
রূপকথা করেছিল ধারাপাত ।
    কাল রাতে পৃথিবীর সবগুলো লালবাতি
ধরা দিলো সবুজের সারিতে
    মান্ধাতা নগরীর সব বাঁধা ভেঙ্গে-চুরে
ইতিহাস গড়ে নর-নারীতে ।
কাল রাতে চাঁদ ছিল
চাঁদে ভাসা পথ ছিল
   ফুলের বাগানে ছিল সাপ্-খোপ্-ভোমরা
সুর ছিল কথা ছিল
বিদঘুটে সুখ ছিল
   কুৎসিত দূরে ছিল, আর ছিলে তোমরা ।