মাঝে মাঝে মনে হয়
  স্বেচ্ছায়, ভুলে নয়
  জেনে-বুঝে বুড়ো মাছ
টোপ গিলে পুকুরে
  ধাড়ি কাক ছ্যাঁক খায়
  মশা কানে গান গায়
  মরতেই মাঝপথে
ঝাঁপ দেয় কুকুরে ।
  কেউ বাঁচে চার দিন
  কেউ যুগ দুই-তিন
  সবকিছু ছক-বাঁধা
সুশৃংখল খাত
  শৃংখলা ঠেকিয়ে
  কাঁচকলা দেখিয়ে
  কেউ কেউ মৃত্যুকে
দেখে নেয় এক হাত।