দশে আট কেউ দশে সাত পায়, বয়ফ্রেন্ড কেউ বন্ধু
রাম,শাম,যদু,ছিলো কতো মধু,নন্দীপাড়ার নন্দু।
ধর্ষিতা হয়,লাথি-গুতো সয়,নম্বর তবু কমেনা
জেন্টালম্যান,বুঝেছো উপেন?আইটেম ছাড়া জমেনা।
গ্যাপ করে চলে তথ্যগোপন,কোন্ টা ক্যামন্ লাগে?
শাক দিয়ে মাছ আজকে পুরানো,হাতী-ঘোড়া সব ঢাকে।
হিরো মরে গেছে,চলে গেছে সব,পড়ে আছে শুধু কথা
একটা দালাল,মরেও মরেনা,মরেনা বাস্তবতা।
সুগারের বিশ,ডায়বেটিসের মান-সম্মান রাখেনা
নম্বর বড়ো বেঈমানী করে,নম্বর কারো থাকেনা।