বয়স বেড়েছে
বিবেক বাড়েনি
উজাড় করেছে
নজর কাড়েনি।
ঠ্যাঙানি খেয়েছে
তা-ও ভাগেনি
অম্লানে বলে
লাগেনি, লাগেনি।
পাকন্ ধরেছে
ঠিক পাকেনি
আয়না-চিরুনি
টাক্ ঢাকেনি।
আগুন ধরেছে
ঝলসায়না
বৃথাই নেচেছে
তাল খায় না।
কৃষাণের শিশু
পাটক্ষেতে হাগে
“কল্যাণীয়াসু”
জাপানীজ লাগে।
প্যান্টের থানে
পরনের জামা
শার্ট-প্যান্ট যেন
কুর্তা-পাজামা।
ল্যাম্পপোস্টের
বিদ্যাসাগরে
কিংবা কুকুরে
অন্য নাগরে।
আজ কাল আর
কেউ কাছে নাই
ন্যাড়া-ল্যাম্পপোস্ট
বাল্ব ভেঙ্গে যাই।