বর্ষা,বৃষ্টি,রংধনু বা রাতের জোনাক্ মেলা
বসতো জেঁকে তোমার চোখে রঙ-বেরঙের খেলা।
লজেন্স,টফি,ক্যাডবেরী আর গুড়-বাতাসার ডাকে
আসতে তুমি,বাসতে ভালো,খুঁজতে তুমি কাকে?
নয়টা-পাঁচটা চলতে পারিনি চোখ-রাঙানির সাথে
শৃংখল ভেঙ্গে জঙ্গলে যাই, ডুগডুগি তাই হাতে।
ভালবেসে যদি পাগল না হই, কিসের ভালবাসা?
মেপে কথা কয়,বুঝে নিতে হয়,আর নাই কোন আশা।
চলে যায় রাধা আমায় ছেড়ে,সবকিছু আজ ফাঁকা
বাদাম ছাড়া সাথে শুধু আছে বাদাম কেনার টাকা।