লেপের দোকানে ধুনকরগণ
আজকাল মহাব্যস্ত,
দেশ ও জাতির শীত তাড়াবার
গুরুভারে তারা ন্যস্ত।
এটা দরকার,ওটা নাকি শেষ
ক্রমাগত শুনে চলেছি,
আমনের শেষে পার্বণ থেকে
কিনবার কথা বলেছি।
শীতরাতে তারা ছোট হয়ে যায়,
একখাটে সব আঁটবে,
শীতার্তকে মানবতা খোঁজে
কম্বল নাকি বাটবে।
লিপজেল চলে,চলে কোল্ড-ক্রিম
পিঠা-পুলি ছাড়া হয়না,
এত আয়োজন,সাজ সাজ রব,
পৌষ যে শীতের গয়না!