চাকরী মানে নয়টা-পাঁচটা
একটু ডিউটি করি,
হনুর মতো ভাব ধরে রই,
কলুর ভানে চরি।
চাকরী মানে চাকর আমি,
লাটসাহেবের মতো,
এই জগতের বাইরে কিছু
যত্তোসবের “যতো”।
চাকর হয়েও কাল সারারাত
রাজ্যে আওয়াজ দিলাম,
পূর্বসুরীর অহংকারে
রাজার মতোই ছিলাম।
ঘুমনগরে ঘুমের ছুটি,
অনেক মোড়ের শহর,
চাকরী ছাড়াই খুব ঘুরেছে
আমার বিশাল বহর।
বিজয় দিবস,প্রথম প্রহর,
আমরা রাজার জাত,
বাঘ বাঙালির ঈদের শুরু,
তখন মধ্যরাত।