চৌবাচ্চার ছোট-বড়ো ফুটো,তৈলাক্ত বাঁশ
একটা ঘুষের গল্প ঢাকতে একশো সর্বনাশ।
ঐকিক দিয়ে শতকরা হারে সুদের অংক কষি
যা কিছু ময়লা সবকিছু যেন ইরেজার দিয়ে ঘষি।
অবশ করার ওষুধ লাগিয়ে বিবেককে ঘুম পাড়াই
নিজের চেহারা দেখতে চাইনা,চলবো আয়না ছাড়াই।
ভিন্নমতের মানুষগুলো অসহ্য ক্যান্ লাগে?
যেভাবে বুঝাই,বুঝতে চায়না,ক্ষেপে উঠি আমি রাগে।
আমার কথায় হাসিস কেন,আমি কি গোপাল ভাঁড়?
পাটিগণিতের অংক মানেনা, দুর্মুখ,নচ্ছাড়!