কুকুরের মতো বিশ্বাসী কেউ,
বিড়ালের মতো বেঈমান,
শ্বাপদের মতো বিভীষিকাময়,
গবাদির মতো হয়রান।
শিয়ালের মতো তীক্ষ্ণ ধূর্ত,
হরিণীর মতো চঞ্চল,
ক্রোশ-ক্রোশ জুড়ে একটাই বাঘ,
ঐটাই তার অঞ্চল।
জঙ্গল ছেড়ে জঙ্গল গড়ি,
শুধু মানুষের সংসার,
কিছু করে রাখি গৃহপালিত,
মেরে-পিটে বাকি সব পার্।