কোন এক তামাশায়
হে‌সে‌ছি‌লে খিল্ খিল্
ভাবলাম ফি‌কে হে‌সে নেই পার্ট,
তামাশাটা আমা‌কেই,
আগে বু‌ঝি নাই, প‌রে
বুঝলাম এ-ও এক বড় আর্ট।
কোন এক বাতাসায়
কাম‌ড়ের সা‌থে সা‌থে
দাঁতগু‌লো ঝে‌ড়ে গা‌লি মার‌লো,
বাতাসাটা ভা‌লো ছিল,
সমস্যা আমারই,
বয়‌সের কা‌ছে দাঁত হার‌লো।
কোন এক বরষায়,
প্রচন্ড হতাশায়,
বরষার পা‌নি চো‌খে ঝর‌লো,
কেঁদে কে‌টে লাভ নেই,
অসম‌য়ে দশ ফোঁড়,
মরবার‌ আগে সব মর‌লো।