প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্ন
সম্পর্কটা আজকে শীতল,এককালে ছিল উষ্ণ।
উত্তরছাড়া কথোপকথন নির্বাক কোন আর্টে
বুকপকেটের কলমের কালি লিক করে সাদা শার্টে।
শীতকাল শেষ,ক্যানভাসে ফুল,আশা জাগানিয়া সংলাপ
দংশিত দেহে উষ্ণতা নাই,ফুলের বাগানে কালসাপ।
ওঝা মহাশয়,কত কিছু কয়,ঝাড়তে পারেনা বিষ
চলে গেছে সাপ,বিষে অভিশাপ,কানে শুনি হিস্ হিস্।
এক নৌকায় পাও ছিল তার,দেহটা অন্য বিছানায়
হিস্ হিস্ কানে শুনছি “বেকুব,পড়ে থাক্ তুই অজানায়”।