শ্যামলা গড়ন,
কোকড়ানো চুল,
গুটি গুটি তাঁর লেখা
পরম যত্নে
শিখিয়েছিলেন
একটা ভাষা একা।
মৃদুভাষী গুরু,
বড়ো চুপচাপ,
ভাবনায় ডুবে থাকতেন
সাদা চক্ দিয়ে
কালো বোর্ডটায়
আমাদের ভিত আঁকতেন।
জানা নেই আজ
এখন কোথায়,
আহমেদ আলী স্যার,
ভীষণ,ভীষণ
ভীষণভাবে
মনে পড়ে বার বার।