শিং গজাবার চুলকানিতে বাছুর মারবে ঢুস্
অভিজাত নয়,শুধু ভাব লয়,কথায় হারাবে হুঁশ।
বিষধর সব সাপের ছানারা এরে ধরে,তারে মারে
কাকুড়ের বিচি তেরো হাত মানে হয়তো বাঁচবি নারে।
কুয়ার ব্যাঙাচি ফুলতে ফুলতে কুয়াতেই হয় কাৎ
সুনামীতে পায় সাগরের স্বাদ,সবকিছু বরবাদ।
গোবরে পদ্ম ফুটতেই পারে তবে শতকরা অল্প
হাতী-ঘোড়া মারে একটা,দুইটা,বাকীটা আষাঢ়ে গল্প।
বেলুনের মতো ফুলে ফেঁপে যারা ভিতরে বিরাট শূণ্য
ছোট,বড়ো সব হৃদয়ের মাপে,দোষ করে কেউ পূণ্য।