বয়স হবে পনেরো বছর
বাবার পেছন প্রথম পহর
ফেরার পথে কাঁটাতারে
লটকে গেল আটকে তাই
খুব কুয়াশায় ফস্কে গেলে
লজ্জা পাবে সবাই মিলে
ট্রিগার টেপে অমিয় ঘোষ
ট্রিগার টেপার বিচার চাই।
নপুংসকের জাত বাঁচাতে
কিংবা বাদর নাচ নাচাতে
বিচার বসে খালাস দিতে
আমরা তবু বিচার চাই
“সংশপ্তক” ভূত চেপেছে
কলঙ্কময় দাগ লেপেছে
সাক্ষী-সাবুদ কেউ দেখে নাই
যারপরনাই খালাস পাই।
বয়স হবে পনেরো বছর
সেদিন ভোরে প্রথম পহর
বাবার পেছন পেছন ছিল
ক্যালেন্ডারে হয়নি ঠাঁই
জানুয়ারীর সাত তারিখে
অমিয় ঘোষের বুলেট বুকে
এই পৃথিবীর শেষ দ্যাখে সে
এমন শোকের মৃত্যু নাই।