হাত চুলকালে টাকা নাকি আসে,চুলকাই তবু পাইনা
স্বর্গে যাবার লাইন লেগে আছে কিন্তু মরতে চাইনা।
চোখে দেখা যাক কিংবা না যাক,আমরা লেবাস পরি
অভ্যাসগত মিথ্যার সাথে ঘর-সংসার করি।
লেবাসের আড়ে দৈত্য-দানব,বারো পাক,তেরো প্রথা
কর্মের মাঝে,ধর্মের মাঝে আমি দেখি রূপকথা।
কূটনৈতিক এক শয়তান মুখে মুখে বাস করে
সর্বজয়ার কৃত্রিম হাসি মিছরির ছুরি ভরে।
লোহার জুতোয় ছোট ছোট পা,ঘুরিয়ে-ফিরিয়ে চলে
উচিত কথাটা বলতে পারিনা,“পাছে লোকে কিছু বলে”।