রাখাল বালক ধোঁকা দিতো,বলে,
‍"বাঘ এসেছে বাঘ!"
বিশ্বাস করো, মিথ্যা বলিনি,
মাঘ এসেছে মাঘ।
জমাট কুয়াশা ঘর-বাড়ি বাঁধে,
গাড়ি চলে বড়ো ধীরে,
পৌষের কাঁথা ভেজা ভেজা লাগে,
ঠাণ্ডা রেখেছে ঘিরে।
অলসের শীতে বাঘের কাঁপুনি,
কৃষক তাদের পায়না,
রবির পরে ইরি শস্য,
শীত সেখানে যায়না।