একটু আগে
হাসপাতালে
যখন তিনি
ভর্তি হলেন,
আশার থেকে
শঙ্কা বেশী
দুর্মুখো সব
সেটাই বলেন।
যুদ্ধজয়ী
গাজীর মতো
হয়তো তিনি
ফিরতে পারেন,
একের পর এক
অসীম চালে
সীমার ভেতর
হয়তো হারেন।
জীবন-মরণ
মুহূর্ত-তেও
নতুন প্রাণের
জন্ম হয়,
মহান লেখক
ক্রমাগত
ব্যালেন্স করে
গল্প কয়।