আগুন দি‌য়ে মেলা‌বো না তাল,
যত‌ বেশী খুশি রাগুন,
ফাল্গুন‌কে কাব্য বা‌নি‌য়ে
যতই ডাকুন ফাগুন।
শীত শীতভা‌বে লাল‌চোখ ক‌রে
পুরাতন ভয় খা‌বে না,
থামাথা‌মি শেষ, বসন্তকাল,
সবুজ থামা‌নো যা‌বে না।
ঋতুরাজ আসে ফাল্গু‌নে চ‌ড়ে,
অপার নজর কাড়া,
সুন্দরগু‌লো ফাল্গু‌নে জমা,
গু‌টি বসন্ত ছাড়া।