ছোটকাল থেকে
দেখে-শুনে রাখি
কোন্ কোন্ দিন মেলা,
পরিপাটি শাড়ি,
গিন্নি-বান্নি
সংসার তোর খেলা।
বড় হয়ে দেখি
আর ছোট নাই
বিয়ে যেন
অতিবাস,
আজকাল বুঝি
তুই পার্বতী,
কেন আমি
দেবদাস।
তারপরো ভাবি
সব ঠিক হবে
আবার আগের মতো
কিছু বুঝি হয়,
বাকী হয়না,
জ্বালা-যন্ত্রণা যতো।