নশ্বর দেহে
জ্বলে-নেভে-জ্বলে
ভয়ে থাকি দেবে ফাঁকি
অন্ধকারের
ধুক-পুক যেন
একপাল জোনাকী ।
নশ্বর দেহ
নশ্বর ধরা
ছুটি তার পিছু পিছু
অবিনাশী প্রাণ
এর ভেতরেই
ভুলে থাকি সব কিছু ।
পশুর পালের
নিয়ন্ত্রণে
যেমন চাবুক চলে
ভয়ের চাবুক
ভয় যদি পাও
মিলবে মানুষ হলে।
দাস-প্রথা শেষ
মুখে বলি তবু
সেটাই থাকতে চাই
“সবার উপরে
মানুষ সত্য
তাহার উপরে নাই” ।