বিভাজন সব,
বহু পুরাতন,
বংশ পরম্পরায়
রক্তের মাঝে
সে কথা লুকানো,
যুদ্ধ বসুন্ধরায়।
তর্কের ভূত,
যুক্তি শাণিয়ে
নিজের পতাকা উড়ায়
বিদ্যা,বুদ্ধি,
মেধার পূঁজিতে
বিরোধী শিবির পুড়ায়।
বিশ্বাসে নাকি
মিলায় বস্তু
তর্কে বহুদূর
জানলেও হবো
কূপমন্ডূক
বাঁধবো নতুন সুর।