‌বোল্ডার তো‌কে বাঁচা‌বে না বাপু,
দে‌খে‌ছি পা‌নির তেজ,
বন্যায় না‌কি ভি‌জে যা‌বে সব
দ‌লিল দস্তা‌বেজ!  
‌কেন কি কার‌ণে দ‌লিল দেখাস্
জ‌মি তো পা‌নি‌তে খা‌বে,
‌পৈ‌ত্রিক প্রাণ নি‌য়ে ভাগ্ তুই
নই‌লে সেটাও যা‌বে।
পোটলা-পুট‌লিস‌মেত পর‌নে
‌পিরাণ পায়জামা,
ভাগ‌লো ব‌টে কিন্তু বগ‌লে
একটা কা‌বিননামা।
যায় চ‌লে যায় ভিটা মা‌টি সব
সংসার ক‌রে ই‌তি,
তর্ক ক‌রিনা, রাখুক বগ‌লে
অ‌নেক সা‌ধের স্মৃ‌তি।
মানুষ ছাড়াও পশু পা‌খি সব
‌জোড়ায় থা‌কে, থা‌কে না?
‌সিংহ সিংহী, বাঘ বা‌ঘিনী
কনট্রাক্ট ক‌রে রা‌খে না।