"তু‌মি আর আ‌মি"
‌লেখা দে‌খে তোর,
লিখলাম আ‌মি "আমরা" ,
দুষ্ট লো‌কে
বাঁকা কথা কয়,
যথারী‌তি হু‌লে ভোমরা।
ভালবাসা তোকে
সাহসী ক‌রে‌ছে
‌বেপ‌রোয়া হবি কাল?
সন্ধানী চোখ
কাউ‌কে ছা‌ড়ে না,
‌তিল‌কে বানায় তাল।