রো‌দে পু‌ড়ে না‌কি কিচ্ছু হ‌বে না,
ঠান্ডা‌য় য‌তো ভয়,
ঘা‌মের সা‌থে অশ্রু মি‌শি‌য়ে
স্বজন বিদায় লয়।
মেঘ না চাইতে বৃ‌ষ্টি আষা‌ঢ়ে
ক্ষমাহীন রোদে ছাই,
‌বৈশাখভরা রমজান শে‌ষে
জ্যৈ‌ষ্ঠের দেখা পাই।