বাহাদুর ছিল রাজা বাহাদুর,
ব‌লে‌ছি মিথ্যা রোজ,
জান‌তে চায় না, সত্য কথার,
শা‌কিন ঠিকানা খোঁজ।


ভেড়ার পা‌লের ম‌ধ্যে বাঘটা,
সি‌নেমা‌য় পাওয়া বীর,
কাপুরু‌ষে ভরা বাস্তবে, মন
ভে‌ঙে হবে চৌ‌চির।  


ব্ল্যাক‌মেইল ক‌রি, কষ্ট পেওনা,
এ‌নোনা দু'‌চো‌খে বর্ষা,
সি‌স্টেম ক‌রে চুনকাম ঠেঁ‌সে
কা‌লো‌ ক‌রে দেই ফর্সা।


রূপকথা প‌ড়ে বড় হওয়া মন,
এখ‌নো দৈত্য খোঁ‌জে,
দৈত্য ত্রস্ত পা‌লি‌য়ে, কারণ,
আ‌মি কি, সে না‌কি বো‌ঝে !


এখা‌নে সত্য লুকা‌নো, চাপা‌নো,
বেহুঁশ, পা‌বেনা, খুঁ‌জো না,
মিথ্যার ওপর সব টি‌কে আ‌ছে,
আ‌মি বু‌ঝি, তু‌মি বো‌ঝো না ?