বামুন হ‌লেও আকা‌শের চাঁদ,
আমা‌র কষ্ট বো‌ঝে,
বিশ্বাস কর, কখ‌নো কখ‌নো,
চাঁদও বামুন খোঁ‌জে।


আর কা‌রো করা নিয়ম মে‌নে‌ছি
বি‌ধির বিধান ভে‌বে,
ক্ষ‌ণে অ‌ভিমান, ক্ষ‌ণে ক্ষ‌ণে রা‌গে,
উঠতাম আ‌মি ক্ষে‌পে।


সব মে‌নে তা‌রে চাইতাম আ‌মি,
পাই নাই তবু চে‌য়ে‌ছি,
বা‌রো হাত হ‌য়ে তে‌রো হাত চে‌য়ে
পদে প‌দে মার খে‌য়ে‌ছি।  


বি‌ধির হুকু‌মে জনার‌ণ্যেও
একঘ‌রে থাকা মে‌নে‌ছি,  
আমা‌দের গ্র‌হে শুধুই আমরা
দু'জনা, একথা জে‌নে‌ছি।


শেষটায় বি‌ধি, তা‌কে নি‌য়ে নি‌লো,
আ‌মি কি কর‌বো জা‌নিনা,
জা‌নি এতটুকু, এখন আ‌মি আর
বি‌ধির বিধান মা‌নিনা।