একলা থাকতে চাওয়ার
প্রাকৃ‌তিক ইচ্ছায়
বাঁধা হয় সামা‌জিক চাওয়া পাওয়া।
এক‌-কে হ‌তে হয় একান্নবর্তী,
একবচন বহুবচন।
বহু‌ত্বে মজাও আ‌ছে।
প্রকৃ‌তি ব‌লে,
মানুষ না‌কি একগামী নয়।
দ‌শের লা‌ঠির আঁ‌ড়ে থাকুক লুকা‌নো
আমার বহুগা‌মিতা।
কব‌রে তো একাই যা‌বো।