দলে থাকে ভারী, মুখে মিতাচারী,
কদাচিত বলে খেঁকিয়ে
গোলাগুলি করে অপরের কাঁধে
বন্দুকখানা ঠেকিয়ে।
ভদ্রতা থাকে পরিপাটি চুলে,
ইস্তিরি করা কাপড়ে,
কখনো-সখনো ভদ্রলোকেরা
পড়েন ভীষণ ফাঁপড়ে।
সবগুলো খানা জ্যাক হয়ে খায়,
প্রাণপণ ছলে-বলে,
শেকড়বিহীন ভদ্রলোকেরা
শেকড়ের কথা বলে।