বস্তায় ভরা বেচারা বিড়াল
‌খে‌য়ে যায় বাঁশ ডলা,
বানরকূ‌লের জাতীয় খাবার
‌নির্ঘাত হ‌বে কলা।
চাতক না‌কি প্রথম পা‌নিটা
পা‌নের জন্য ম‌রে,
ব‌নের বাদশা, ব‌নের রাজা
খাঁচার ভেতর ঘো‌রে।
কুকুর প্রভু‌কে জীবন সঁ‌পে
বুক চি‌তি‌য়ে বাঁ‌চে,
সা‌তে পাঁ‌চে নাই, পাঁচ‌শো বছর
কচ্ছপ টি‌কে আ‌ছে।
গরুর গা‌ড়ি‌তে চ‌ড়ে যাই আ‌মি,
গরুর দুধ খাই,
হাল বাই, তা‌রে বে‌চে দেই হা‌টে
হ‌য়ে যায় জবাই।
‌কেন কি হয় বা, কেন কি হয় না,
আমার হা‌তে নাই,
‌যেমন দে‌খে‌ছি, ধারা বিবরণী
‌সেটাই ক‌রে যাই।