‌ও পাড়ার ঝাল, ও পাড়ার টক্ ,
ও পাড়ার যত মধু,
নিজ পাড়া ছে‌ড়ে ও পাড়ায় তাই
অ‌বিরাম ব‌কো শুধু।
নিজগৃ‌হে সব বর্ণালী, আ‌মি
একঘ‌রে, সাদামাটা,
ও পাড়ার সব দারুণ লাগ‌তো,
নিম্ তিতা ডানাকাটা।
বি‌কি‌কি‌নি হা‌টে নিলামে উ‌ঠি‌নি,
একটা না পড়া বই,
এ পাড়া ছে‌ড়ে‌ছি, ও পাড়া ছে‌ড়ে‌ছি,
বি‌ক্রি হবার নই।