চাই‌তে পা‌রো তা বুঝ‌তে পে‌রে,
আগে-ভাগে বলি পারবো না,
হাতখানা আর ময়লা হবে না,
পারলেও আমি মারবো না।
ভিক্ষা দেবো না বোঝার পরেও
যখন ফকির ভিক্ষা চায়,
ব্যর্থ প্রেমের সফল পর্ব
আড়ং ধোলাই খাচ্ছে, খায়।
অনেক সময় ইচ্ছে করেই
বেড়াও ক্ষেতের শত্রু হয়,
দুধের বদলে ঘোল খেয়ে যাই
সুবোধ অবোধ কেচ্ছা কয়।