‌ছোট বাসা তার
উঠান ছোট্ট
স্ব‌প্নের কাছাকা‌ছি,
‌ছোট ব‌লে কেউ
‌গোনায় ধ‌রে না,
তারপ‌রো সু‌খে আ‌ছি।
প্র‌তি‌বেশী ব‌ড়ো
হোমড়া চোমড়া
‌মোড়ল ভাবটা নেয়,
উঠ‌তে বস‌তে
শ্বাস নি‌তে নি‌তে
‌বেহুদা ধমক্ দেয়।
আমার উঠা‌নে
আমা‌কে ধমক্
আমার গা‌য়ে লা‌গে,
পাল্টা ধমকে
আধ‌বোজা ভে‌ঙ্গে
‌মোড়ল সটান্ জা‌গে।
ব‌লে চললাম,
"এখা‌নে এখু‌নি
য‌দি হ‌য়ে যাও নাই,
‌প‌রে যা ই  হোক
‌দেখার জন্য
‌তোমা‌কে কোথায় পাই?"