কবিরা একটু আঁকা‌বে-বাঁকা‌বে
‌কি‌লি‌য়ে কাঁঠাল পাকা‌বে,
রহস্য‌কে সুড়সু‌ড়ি দি‌তে
উ‌ন্মো‌চিত‌কে ঢাকা‌বে।
সর‌বে কিংবা নিরবে ক‌বিরা
অনাহুত কিবা সাদ‌রে,
‌লি‌খে যা‌বে ক‌বি এ‌কের পর এক
আদরে বা অনাদ‌রে।
ক্যানভাসজু‌ড়ে অনুভূ‌তি আঁকা,
পাগল, পাগল লাগ‌বে,
শ‌ব্দের জা‌লে জব্দ তা‌লিকা,
ক‌বিতা তাহা‌রে ডাকবে।