‌ভেজা পা মোছার তোয়া‌লে আমায়
দি‌য়ে‌ছি‌লো মুখ মুছ‌তে,
ঘামা মুখ মোছা কৃতজ্ঞ মন,
পা‌রে‌নি ক্রূরতা বুঝ‌তে।


সম্পর্কতে "কা‌ছের" কিছু না,
উঠ‌তে বস‌তে বোঝায়,
"ভাই" "বোন" ডা‌কে, ফাই ফরমা‌শে,  
জু‌তোটা, মোজাটা খোঁজায়।


টাকা দরকার, পা‌রিনাও পা‌রি,
মহাজ‌নে দেশ চ‌লে,
দশ থান্ পা‌রি, প‌নে‌রো পা‌রিনা,
বিশ থান্ নি‌তে ব‌লে।


"মে দিবস" শুধু জাদুঘ‌রে থা‌কে,
হাওয়া নাই তার পা‌লে,
আমার নৌকা আ‌মিই ডুবাই,
মা‌লি‌কের মায়াজা‌লে।


ফা‌র্মের ব‌লে আ‌বেগ হয়না,
ব্যবসা মাংস নি‌য়ে,
জন্ম মৃত্যু শুরু আর শেষ,
মা‌লিক ভোক্তা দি‌য়ে।