যোগ্যতা কারো
কিছুই ছিলনা
আঙ্গুল মুখে চুষতো
ঘাটতি পোষাতে
বগল বাজাতে
চাটুকার কিছু পুষতো।
অত্যাচারী
রাজা-জমিদার
শেষকালে কিছু গড়তো
ধন-মান নয়
শুধু বাঁচে কাজ
সেই লোভে নেশা চড়তো।
ইস্কুল বা সে
অন্য স্থাপনা,
সাধারণে মনে রাখবেই
ভালো কাজ মানে
সুবাসিত ফুল
শর্টকাটে ঘ্রাণ থাকবেই।